সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কানাইঘাটে বৃহস্পতিবার দিনভর নানা অনুষ্ঠানে যোগদান করেছেন। প্রথমে সকাল ৯টায় ৫নং বড়চতুল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের পর পর্যায়ক্রমে কানাইঘাট থানা, কানাইঘাট পৌরসভা, ডিজিটাল সেন্টার, এসএসসি পরীক্ষা কেন্দ্র রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের জন্য কৃষকদের নিয়ে উদ্বুদ্ধ করন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে মাদকাসক্তির কুফল, সাইবার বুলিং এবং নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য মা ও অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় পরবর্তী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে পৃথক এসব সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবা প্রাপ্তি জনসাধারণের দূরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান। কৃষি মেলা উদ্বোদন ও কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরন সভায় জেলা প্রশাসক বলেন, সিলেটের সমস্ত অনাবাদী জমি কৃষিক্ষেত্রের আওতায় আনতে সরকার নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। কানাইঘাটের কৃষি সেক্টরে উন্নতি সাধনে কৃষকদের মতামতের গুরুত্ব দিয়ে আগামী দিনে কৃষি ভিত্তিক প্রকল্প হাতে নেয়া হবে। তিনি কৃষকদের ফসল আরো বাড়ানোর আহ্বান করেন। মাদকাসক্তির কুফল, সাইবার বুলিং এবং নিরাপত্তা সচেতনতা মূলক সভায় জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, সচেতনতার অভাব ও অভিভাবকরা যথাযথ ভাবে সন্তানদের সুরক্ষা না দেওয়ার কারনে সমাজে বর্তমানে সাইবার বুলিং এর প্রবণতা ব্যাপক হারে বাড়ছে এবং তরুণ যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। এ থেকে সুরক্ষা পেতে শিক্ষার্থীদের আরো সচেতন এবং অভিভাবক ও শিক্ষকদের নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সচেতনতা মূলক সভা এবং সাইবার বুলিং অপরাধ প্রবণতা বন্ধে সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে। এ সময় জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অদম্য নারী বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগমকে সম্মাননা স্মারক তুলে দেন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় দর্শন করেন। উপজেলা ইনোভেশন কমিটির সাথে মতবিনিময় পরবর্তী পৌরসভার রামপুর আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন।
পৃথক এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের এডিসি রাজস্ব হোসাইন মো. আল জুনায়েদ। অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, থানার ওসি (তদন্ত) আবু সায়েম, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।