সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ১৯/১০/২০২৪ তারিখ দিবাগত রাতে সিলেট জেলার কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় থানা পুলিশের আভিযানিক দল এসআই(নিঃ) মজিবুর রহমান, এসআই(নিঃ) শফিউল ইসলাম, এএসআই(নিঃ)/মফিজুল ইসলাম, এএসআই(নিঃ) আব্দুছ ছাত্তার সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার জিআর নং-৬৩/২৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী ১। আফতাব উদ্দিন (৪৮), পিতা-আব্দুর রশিদ. ২। বদরুল ইসলাম (৪০), পিতা-মৃত ফয়জুর রহমান, উভয় সাং-নিজ বাউরভাগ পুর্ব, এবং কানাইঘাট জিআর-৩৮/২৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী ৩। আব্দুল মালিক (৪৬), পিতা-মৃত সমছুল হক, সাং-হারাতৈল রাঙ্গারাই, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করেন এবং অপর একটি অভিযানে ৪৮ বোতল বিদেশীমদ সহ কানাইঘাট থানার মামলা নং-১৪(১০)২৪ এর আসামী ৪। মোঃ জাহেদ আহমদ (২৮), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-লখাইরগ্রাম, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে অদ্য ২০/১০/২০২৪ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।