সিলেট জেলার অপরাধ দমন আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও করোনা মহামারী, বন্যা সহ অন্যান্য যে কোন বিপদে সিলেট জেলা পুলিশ সর্বদা মানবিক কারনে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।
গতকাল কানাইঘাটে পাওয়া ব্রাহ্মনবাড়ীর নাসিরনগর থানার জেঠাগ্রামের মৃত হরমুজ আলীর ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মাসুক মিয়াকে কানাইঘাট থানার ৪নং সাতবাঁক ইউপির অর্ন্তগত ভাড়ারিমাটি আলাউর রহমানের বাড়ির সামনে হাটাহাটি করলে এলাকাবাসী সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় জনসাধারন তাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করিলে সে উল্টাপাল্টা কথা বলে। তখন স্থানীয় সাতবাঁক ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জনাব রইচ উদ্দিন সহ স্থানীয় লোকজন উক্ত ব্যক্তিকে নিয়ে থানায় এসে হাজির হয়। স্থানীয় জনসাধারন উক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর তাহাকে থানাপুলিশের জিজ্ঞাসাবাদে সে একেক সময় একেক নাম ঠিকানা প্রকাশ করে এবং তাহার কথা বার্তায় তাহাকে বুদ্ধি প্রতিবন্ধী মনে হওয়ায় তাহার কথিত ঠিকানা অনুসারে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানায় বেতার বার্তা প্রেরন করে এবং তার প্রেক্ষিতে স্থানীয় ১০নং গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব সৈয়দ শাহীন আহমদ এর সহিত যোগাযোগ করলে তিনি উক্ত বুদ্দি প্রতিবন্ধী মাসুক মিয়াকে চিনতে পারেন। নাসিরনগর থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান এর সহায়তায় বুদ্ধি প্রতিবন্ধী মাসুক মিয়ার ভাই কুতুব উদ্দিন ও তার ছোট ভাই মোঃ আসম মিয়ার হাতে বুদ্ধি প্রতিবন্ধী তাদের ভাই মাসুক মিয়া কে নিজ জিম্মায় সুস্থ অবস্থায় বুঝিয়া দেয় কানাইঘাট থানাপুলিশ।