সিলেটের কানাইঘাটের ৯নং রাজাগঞ্জ ইউনিয়িনের খালপাড় এর বাসিন্দা রশিদ আহমদ কে গত ১৭ তারিখ সোমবার তার”ই প্রতিবেশি সাজু আহমদের সাথে ছোটো বাচ্চাদের ঝগড়া কে কেন্দ্র করে আসামি সাজু আহমদ ও তার সঙ্গিরা প্রবাসী রসিদ আহমদদের মারপিট করে গুরুতরে জখম করে এবং এক পর্যায়ে প্রবাসী রশিদ আহমদ নিহত হন । প্রবাসী রসিদ আহমদ হত্যা মামলায় গ্রেফতারকৃত উক্ত মামলার প্রধান আসামী সাজু প্রবাসি রশিদ আহমদ কে মারামারির এক পর্যায়ে দারালো ছুরি দিয়ে রশিদ আহমদের বু-কের বাম পাশে কোপ দিয়ে মারাত্মক যখম করলে এর কিছু সময় পর রশিদ আহমদ মারাযান। পরে কানাইঘাট থানায় প্রবাসী রসিদ আহমদ হত্যার একটি মামলা দায়ের হয় ।সেই মামলায় কানাইঘাট থানাপুলিশ দ্রুততম মামলা রুজু করে গ্রেফতার অভিযানে নামে এবং ৪৮ ঘন্টার মধ্যে প্রবাসি রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামী সাজু কে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার নরসিংপুর ইউনিয়নের দিনেরটুক এলাকা থেকে সাজু কে গ্রেফতার করে ।