আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাইঘাটে ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফাউন্ডেশনের সিলেট এরিয়া অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বেলাল আহমদ। যুবনেতা আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন সমাজসেবী নুরুজ্জামান। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ,সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান ,যুবদল নেতা রুবেল তালুকদার,ইমেজ ফাউন্ডেশনের পরিচালক শরিফুল ইসলাম, সদস্য নোভেল আহমেদ সহ আরো অনেকে।
উল্লেখ্য, ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান
এবং ইমেজটেক্স লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ দীর্ঘ দিন থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আসছেন। এছাড়াও বিগত করোনাকালীন ও ভয়াবহ বন্যার সময় শত শত মানুষকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সকল মহলের কাছে প্রশংসিত হন বেলাল আহমদ।