রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে। এ সময় এক তরুণকে আটক করেছে তারা।
আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।ঐ তরুণকে গ্রেফতার করা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করে, তবে আটক তরুণকে গ্রেফতার দেখানো হবে তিনি বলেন, ঐ কিশোরীর পরিবার রওয়ানা হয়েছে। এরপর হস্থান্তর করা হবে সুবাকে। এদিকে, উদ্ধারের পর এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।’এর আগে সুবার পরিবার দাবি করে, মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে হয়েছে সে। ফুসফুস ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছে সুবা।