ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি একটি বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা করে ডাকাতির রেশ না কাটতেই এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ফরিদপুরের মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে আসাদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তাঁর মা ও চার শিশু-কিশোরকে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবাইকে রশি দিয়ে বেঁধে পুরো বাড়িতে তাণ্ডব চালায় ডাকাত দল। জানা যায় ঐ পুলিশ সদস্য আসাদুল গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত আছেন।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানিয়েছেন,সম্প্রতি পাশের গ্রাম আলেখারকান্দায় ফাঁকা বাড়িতে এক কেয়ারটেকারকে কয়েকদিন আগে নৃশংসভাবে হত্যার রেশ না কাটতেই এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। পুরো উপজেলায় চুরি-ডাকাতির ঘটনা দিন দিন বাড়ছে। পুলিশের বাড়িতে ডাকাতির আগে ঐ রাতেই আশপাশের কয়েকজনের বাড়িতে লোহার গ্রীল কেটে বসতঘরে ঢুকার চেষ্টা চালায় ডাকাত দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করে তারা বলেন, গত কয়েকদিন থেকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের।