রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ বউ বাজার এলাকা থেকে দুই শিশু মেয়েকে ধর্ষনের ঘটনায় রেজাউল করিম(৫০) নামের একজন কে আটক করে থানাপুলিশ।
বুধবার রাতে ধর্ষনের ঐ ঘটনাটি ঘটে সম্পর্কে তারা এক মায়ের পেটের দুই বোন একজনের বয়স ৮ ও আরেক জনের বয়স ১৬বছর।পরে অসুস্থ অবস্থায় তাদের মা দেখতে পেয়ে ঐ দুই বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনলে ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসক।
ভুক্তভোগী শিশুদের মা রোজিনা বেগম জানান, আমি ফুটপাতে পিটা বিক্রি করে সংসার চালাই যাত্রাবাড়ী গোপালবাগের বউবাজার একটি বাড়ির নিচতলায় বাসা ভাড়া থাকি আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী মেয়েটা প্রতিবন্ধী সে কথা বলতে পারে না আরেক মেয়ের বয়স আট বছর ঘটনার সময় বাসায় কেবল তারা দুজন ছিল তাদের বাবা বাইরে ছিলেন আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিটা বিক্রিতে। এ সময় একই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার ঘরে ঢুকে আমার মেয়েদেরকে জোর পূর্বক ধর্ষণ করে পরে মেয়েদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেজাউলকে আটক করে পুলিশে খবর দেয় আমি খবর পেয়ে বাসায় যাই আমার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন জানান রেজাউল করিম(৫০) নামের একজনকে আটক করা হয়েছে দুই শিশুকে মেডিকেলের ওয়ান স্টপ(ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে