ভুল স্বীকার করে রাজনীতিতে ফিরতে চায় ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ
প্রতিবেদকের নাম:
-
প্রকাশিত:
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
-
১৭৫
বার পড়া হয়েছে

শেখ হাসিনার পতনের পরই আত্মগোপনে চলে যান আওয়ামীলীগের শীর্ষ নেতারা প্রায় ছয় মাস পর এবার ইন্ডিয়ান এক্সপ্রেস এর সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও ভারতীয় গণমাধ্যমে আওয়ামীলীগের যেসব নেতারা বক্তব্য দিয়েছেন তারা হলেন আ,ক,ম মোজাম্মেল হক,নাইম রাজ্জাক,বাহাউদ্দিন নাসিম,পঙ্কজ দেবনাথ,আসাদুজ্জামান খান কামাল। ঐ প্রতিবেদনে আওয়ামী লীগের নেতারা বলেন ভারতে বসেই দলকে পুনর্জীবিত করার চেষ্টা করছেন তারা এছাড়া দেশ থেকে সর্বোচ্চ ৪০ জন সাবেক এমপিমন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এ প্রচেষ্টায় যুক্ত রয়েছেন। সেই সঙ্গে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুলের কথা স্বীকার করে বাংলাদেশের ফেরার ইচ্ছা প্রকাশ করেন আওয়ামীলীগ নেতারা । সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক,জানান আওয়ামীলীগের হাজারো নেতা কর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মত টাকা নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত রয়েছে এছাড়া জৈষ্ঠ্য নেতাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন স্বাধীনতা দিবসে বিদেশে অবস্থিত আওয়ামী নেতাদের বাংলাদেশের ফেরা উচিত। দলকে পুনরুজ্জীবিত করতে আওয়ামীলীগ নেতাদের মধ্যে জোড়ালো যোগাযোগ ও আলোচনা চলছে বলে জানান দলটির প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক তিনি বলেন এই আলোচনায় দেশ থেকে ৩০ থেকে ৪০ জন সাবেক এমপি মন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত রয়েছেন । এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য বাহা উদ্দিন নাসিম জানান তিনি বাংলাদেশের প্রায় সব জেলা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এছাড়াও তার কাছে প্রতিদিন নেতাকর্মীদের থেকে ২০০ থেকে ৩০০ টি কল আসে-আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন ২০১৪ সালের আগস্ট এর আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,জানান তাদের তিন লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে রয়েছে আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামীলীগকে দায়ী করা অন্যায়। এদিকে আওয়ামীলীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন কে ভালো চোখে দেখছে না বাংলাদেশের অন্তরবর্তী সরকার প্রধান সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে এসব প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এক বিবৃতিতে প্রেস উইং বলেছেন ভারতীয় গণমাধ্যম যাদের বক্তব্যটি প্রকাশ করেছে তারা সবাই অপরাধী ও গনহত্যায় অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এই প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তত্ত্বের পরিপূর্ণ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন