প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৩:২৯ পি.এম
অভিবাসীদের উপর কঠোর হচ্ছেন ট্রাম্প
বিশ্বের বহু মানুষের স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশীয় নিজেদের প্রয়োজনে অভিবাসীদের জন্য দরজা খোলা রেখেছিল আমেরিকার বাইডেন প্রশাসন । এজন্য আমেরিকা কে বলা হতো কান্ট্রি অফ ইমিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসার পরেই মনে হয় সেদিন ফুরাতে লাগলো।
স্বপ্নের আমেরিকায় যাওয়ার সুযোগ সম্ভবত শূন্যে নামতে চলেছে ট্রাম্পের কঠোর হওয়া এবং ঘোষনা অনুযায়ী তাই মনে হচ্ছে ।
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যে সব পদক্ষেপ নিতে শুরু করেছেন তাতে মনে হচ্ছে নতুন অধিবাসীরা'ত যেতে পারবেন'ই না সেখানে ইতিমধ্যে অবস্থান কারী অনেক অধিবাসীকে ফিরে আসতে পারেন।
ডোনাল্ড ট্রাম্প অধিবাসী ইস্যুতে এতটাই কঠোর যে স্কুল,হাসপাতাল,গির্জার মত স্থানে ও চলবে অধিবাসী বিরোধী অভিযান অথচ এসব স্থানে অভিযান চালানোর উপর ছিল নিষেধাজ্ঞা ।
ট্রাম প্রশাসন সংবেদনশীল স্থানগুলোতে অধিবাসী আটক ও অভিযানের উপর থেকে এক দশকের বেশি সময় নিষেধাজ্ঞা বাতিল করেছে।
এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দুই সংস্থার তদারককারী মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বলেছে অপরাধীরার গ্রেপ্তার এড়াতে আমেরিকার স্কুলে লুকিয়ে থাকতে পারবেনা আমাদের বাহাদুর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত রোধ রাখবে না। নির্দেশনা রয়েছে কার্যকর করার প্রতিষ্ঠাবার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত