ডোনাল্ড ট্রাম্প অধিবাসী ইস্যুতে এতটাই কঠোর যে স্কুল,হাসপাতাল,গির্জার মত স্থানে ও চলবে অধিবাসী বিরোধী অভিযান অথচ এসব স্থানে অভিযান চালানোর উপর ছিল নিষেধাজ্ঞা ।
ট্রাম প্রশাসন সংবেদনশীল স্থানগুলোতে অধিবাসী আটক ও অভিযানের উপর থেকে এক দশকের বেশি সময় নিষেধাজ্ঞা বাতিল করেছে।
এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দুই সংস্থার তদারককারী মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বলেছে অপরাধীরার গ্রেপ্তার এড়াতে আমেরিকার স্কুলে লুকিয়ে থাকতে পারবেনা আমাদের বাহাদুর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত রোধ রাখবে না। নির্দেশনা রয়েছে কার্যকর করার প্রতিষ্ঠাবার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।