এম এ রহমান জীবনঃ বৃহত্তর মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুলের মোকামটিলায় শায়িত, ৩৬০ অলী আউলিয়াদের মধ্যে অন্যতম অলী হযরত শাহ্ জালাল রহঃ হযরত শাহ্ পরাণ রহঃ'র সফর সঙ্গী হযরত শাহ্ মিরাপীং রহ'র পদধূলিতে ধন্য হওয়া মুলাগুলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ১৩ জানুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০ টা থেকে পরদিন ফযর পর্যন্ত মাদ্রাসার ময়দানে বয়ান পেশ করবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দেশবরেণ্য আলেম উলামারা। মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সিলেট হযরত শাহ্ সুন্দর রহ'র মাদ্রাসার মুহতামিম হযরহ মাওলানা নাঈম উদ্দিন'র সভাপতিত্বে যেসব উল্লেখযোগ্য আলেমরা নসিহত পেশ করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশ্ব মানবজাতির কল্যাণে বাদজুহর হেদায়েতি বয়ান পেশ করবেন দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম হবিগঞ্জ থেকে আগত সময়ের সেরা ইসলামী চিন্তাবিদ সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফি। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত হয়ে বয়ান পেশ করবেন হযরত মাওলানা জাবের হুসাইন (ভারত) বাদএশা, হযরত মাওলানা কাওসার আহমদ হাসানি ঢাকা, হযরত মাওলানা খাইরুল ইসলাম মুহাদ্দিস ঢাকাদক্ষিন মাদ্রাসা হযরত মাওলানা হাফিজ মখলিছুর রহমান কান্দলা, হযরত মাওলানা হাফিজ আব্দুল কাহহার কানাইঘাট সহ বৃহত্তর সিলেটের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেষ করবেন। এদিকে উক্ত মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব ও নবগঠিত মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ। বিঃ দ্রঃ জলসার বাজারে কোনো ধরনের খেলনার দোকান না বসানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ।