সিলেটের কানাইঘাট উপজেলায় ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়িব একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মালিক(৪৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার(২০ অক্টোবর) সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালিক একই ইউনিয়নের তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে।উনি তিনটি কন্যা সন্তান ও একটি ছেলের পিতা।
স্থানীয়রা জানান,রবিবার সকালে নিহত আব্দুল মালিক ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দীনের একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় ওই ঘরের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ এর মেইন লাইনে অসাবধানতার বসে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে আব্দুল মালিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে আব্দুল মালিক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন রেডি করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন ৮নং ঝিংগাবাড়ী ইউপির বীট অফিসার দেবাশিষ সূত্রধর।