1. live@kanaighattimes.com : Kanaighat Times : Kanaighat Times
  2. info@www.kanaighattimes.com : কানাইঘাট টাইমস :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কানাইঘাটে বিভিন্ন অনুষ্ঠান ঘুরে দেখলেন জেলা প্রশাসক সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা কানাইঘাটে প্রবাসী রসিদ হ-ত্যা-র আসামী সাজু-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানাপুলিশ সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতীয় চিনি পাচার করতে গিয়ে খাসিয়ার গুলিতে নিহত যুবক কানাইঘাটে বাজার মনিটরিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার কানাইঘাটে সেওতচুরা জলমহাল বিতর্কিত সমিতিকে ইজারা না দেয়ার আহবান মৎস্যজীবিদের কানাইঘাটে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ডেভিল হান্টে ১৩ দিনে সারাদেশে গ্রেফতার ৭৩১০

বিক্ষোভের মুখে কানাইঘাটের সুরমা স্কুলের প্রধান শিক্ষক সাজিদ মিয়ার পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

আন্দোলনকারীদের তোপের মুখে কানাইঘাটের সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর ) দুপুর ৩টায় ছাত্র এবং এলাকাবাসীর বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন। সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুরমা স্কুলে নানা অনিয়মের অভিযোগ ছিলো সাজিদ মিয়ার বিরুদ্ধে।
আন্দোলনরত ছাত্ররা সোমবার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়। এ সময় শত শত ছাত্র সাজিদ মিয়ার অপসারণের দাবিতে স্লোগান দেয়। দুপুর ১২টার পরে আন্দোলনরত ছাত্রদের সাথে যোগ দেন এলাকার সর্বস্তরের মানুষ।

উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিক স্কুলের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা সাজিদ মিয়ার কার্যালয়ে সামনে অবস্থান নেন। এসময় সাদা কাগজে লেখা পদত্যাগ পত্রে সাজিদ মিয়া স্বাক্ষর করেন।

সরেজমিন দেখা গেছে, সোমবার সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সুরমা স্কুল মাঠে অবস্থান নেন। এসময় সাজিদ মিয়া তার পরিবারের লোকজন দিয়ে সাধারণ ছাত্রদের দমানোর চেষ্টা চালান। এসময় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে এলাকার সর্বস্তরের মানুষ এসে যোগ দেন আন্দোলনরত ছাত্রদের সাথে।

জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি সুরমা উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম থাকলেও নানা কারণে তা এখন তলানিতে পৌঁছে গেছে অভিযোগ অভিভাবক ও সচেতন মহলের।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিনোদ রঞ্জন তালুকদার অবসরে যাওয়ার পর প্রায় ১৫ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন সাজিদ মিয়া।
দায়িত্ব পেয়েই নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। নিজের পরিবার তান্ত্রিক করে ক্রমশ; শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে রূঢ় আচরণসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থা উন্নতি করণের চেয়ে বিকেন্দ্রীকরণ হয়েছে বেশি এমন অভিযোগও তার বিরুদ্ধে । যে কারণে আগের তুলনায় শিক্ষার মানের দিকে প্রতিষ্ঠানটি পিছিয়ে যাওয়ায় অভিভাবক মহলেও ক্ষোভ বিরাজ করে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষিক-শিক্ষিকাও সাজিদ মিয়ার অনিয়মের বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনেন পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদের পরিবর্তনের স্রোতে এবার সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারেও পদত্যগের ধাক্কা লাগলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© কানাইঘাট টাইমস
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট