উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ অনুযায়ী তাদের অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ৪৯৪ উপজেলার নির্বাহী অফিসারকে ওইসব উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের অপসারণ করা হয়।
এর মধ্যে খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।এর আগে গত ১৬ আগস্ট ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এ সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার
এবং সেই সাথে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র কে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৮টি বিভাগের ৬৪ জেলায় মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।