কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বীরদল বাড়ারিফৌদ গ্রামের বীড়দল বাজার রাস্তা হইতে ভাড়ারিফৌদ জামে মসজিদ মূখি রাস্তা সিসি ঢালাই দ্বারা উন্নয়ন রাস্তাটি উন্নয়ন সহায়তা তহবিল(১ম ও ২য় কিস্তির) ২০২২-২০২৩ অর্থ বছরের বাস্তবায়ন কাল ছিল (২৩-২৪) ৩,৭২,০০০ টাকা ব্যায়ে উক্ত রাস্তাটি নির্মান করা হয়। গত বুধবার ২৬-৬০২০-২৪ইং তারিখের দিন দিবাগত রাতের আধারে সেই রাস্তার নাম ফলক ভেঙ্গে ফেলছে দূর্বত্তরা। স্থানীয় ইউপি মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে ঐ রাস্তার নাম ফলক ভাঙ্গার বিষয়টি তিনি জানতেন না এলাকাবাসী তাকে অবহিত করলে তিনি জানতে পারেন । অথচ ঐ রাস্তাটী ৬নং ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দিনের বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তা তাহার বাড়ীর নিকটবর্তি রাস্তা হওয়ায় এখন জনমনে প্রশ্ন উঠেছে উক্ত ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দিনের বাড়ীর রাস্তায় এতো বড়ো একটি ঘটনা কিভাবে হলোএখন লোকমূখে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে । স্থানীয় এলাকা বাসীর অনেকের সাথে কথা বললে তারা জানান যে ঐ রাস্তাটি দীর্ঘদিন থেকে কাচা থাকার কারনে ভাড়ারিফৌদ গ্রামের সর্ব-সাধারনের যাতায়াতে কষ্ট হতো সেই রাস্তাটি উক্ত ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দিনের বাড়ির রাস্তা এবং তার'ই একান্ত প্রচেষ্টায় এই রাস্তাটি কানাইঘাট ইউনিয়ন পরিষদের উম্নয়ন সহায়তা প্রকল্পের অর্থায়নে করা হয়। এবং উক্ত প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এর নামে নাম ফলক করা হয় উক্ত নাম ফলক রাতের আধারে কে বা কারা ভেঙ্গে ফেলছে । এই বিষয়ে ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যে বীরদল বাজার রাস্তা হইতে ভাড়ারিফৌদ রাস্তাটি মাত্র কয়েকদিন আগে সিসি ঢালাই করন কাজ শেষ হয় উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দিন তারই বাড়ির রাস্তা নিয়ম অনুযায়ী কাজ শেষ হওয়ার পর একটি নাম ফলক দেওয়া হয় উক্ত উন্নয়ন বাস্তবায়ন কমিটির । তাছাড়া আমাকে এলাকাবাসীর কয়েকজন ফোন দিয়ে বিষয়টি অবগত করিলে আমি জানতে পারি। রাস্তা রক্ষণাবেক্ষনের দায়িত্ব ওয়ার্ড মেম্বার এবং স্থানীয় এলাকাবাসীর কে বা কারা রাতের আধারে রাস্তার নাম ফলক ভেঙ্গে ফেলছে আমি বিষয়টি উপজেলা বাস্তবায়ন কমিটিকে অবহিত করেছি ।